এই মুহূর্তে জেলা

নির্বিঘ্নেই মিটলো মহরম রিষড়ায়।

হুগলি, ৩০ জুলাই:- শনিবার মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসব এবং হিন্দুদের শ্রাবনী মেলা উপলক্ষ্যে বাবা তারকনাথের জলযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সম্প্রীতির সঙ্গে পালিত হলো রিষড়ায়। শনিবার ছিল মহরম উৎসব। এই উপলক্ষে রিষড়ার বিস্তীর্ণ অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষরা মহরমের উৎসবে যোগ দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তাজিয়া বের করে এই উৎসবে অংশ নেন তাঁরা, পাশাপাশি এখন চলছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস উপলক্ষে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বর যান।

এদিনও কয়েক হাজার মানুষ রিষড়া জিটি রোড ধরে বাবা তারকনাথ এর উদ্দেশ্যেই যাত্রা করেন। এই উপলক্ষে এদিন প্রশাসনের পক্ষ ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল। চন্দননগর পুলিশ কমিশনারের রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস এবং তার সহকর্মীদের নিয়ে এদিনের উৎসব যাতে শান্তিপূর্ণ হয় তার দিকে বিশেষ নজর রেখেছিলেন। এবং অত্যন্ত সম্প্রীতি বজায় রেখেই দুই সম্প্রদায়ের উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।