এই মুহূর্তে কলকাতা

বাংলাদেশের সাংসাদের দেহাংশ তল্লাশিতে বাগজোলা খালে এবার নামালো হল ভারতীয় নৌ সেনাবাহিনীকে।


কলকাতা, ৩ জুন:- দীর্ঘদিন ধরেই ভাঙ্গরের এই বাগজোলা খালে জিরানগাছা ব্রিজ থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সি আই ডি ও ডিএমজি আধিকারিকেরা। কখনো জেলে দিয়ে জাল ফেলে কখনো ডিএমজি আধিকারিকেরা জলে নেমে তল্লাশি চালাচ্ছে কিন্তু নিরাশ হয়ে ফিরতে হচ্ছে ডিএমজিও সিআইডির আধিকারিকদের।

অবশেষে আজ সোমবার ভাঙ্গড়ের বাগজোলা খালের জিরানগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় যে জায়গাটি থেকে প্রথমে তল্লাশি সুরু করেছিল সিআইডি এবং ডিএমজি সেই জায়গাতে আজ নামানো হলো ভারতীয় নৌ সেনাবাহিনীকে। উন্নত মানের মেশিন দিয়ে জলের তলায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌ সেনাবাহিনী।