এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ।


হাওড়া, ৮ জুলাই:- জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ। বড়গাছিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭৩ এবং ৭৪ নম্বর বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ আইএসএফ এর কর্মী সমর্থকদের। গ্রামবাসীরা ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত সরিয়ে দেয়।

অভিযোগ অস্বীকার তৃণমূলের। এছাড়াও চামরাইল খালিয়া ১৭০ নং বুথ ও জগদীশপুর মাঝেরহাট প্রাইমারি স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ বিরোধী প্রার্থীদের।