হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- নিকাশির সমস্যা নিয়ে হাওড়া পুর এলাকার ২১নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুরসভাকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। নর্দমা উপচে নোংরা জল জমছে রাস্তায়। ম্যানহোলের জল উপচে ঢুকছে ঘরে। ঘরের মধ্যে নর্দমার নোংরা জল ঢুকছে। এই অবস্থায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে। এই অভিযোগ তুলে ওউ ওয়ার্ডের বাসিন্দারা আজ সকাল থেকে ক্ষীরোদতলা মোড়ের কাছে রাস্তা অবরোধ শুরু করেছেন।
দেশপ্রাণ শাসমল রোডের ভ্যাটের সামনে রাস্তায় বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি যতক্ষণ না পুরসভা সমস্যা সমাধানের ব্যাপারে কোনো সদুত্তর দিচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। এদিন খবর পেয়ে পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁরা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা হবে। পুরসভার ভ্যাটের ময়লা তোলার গাড়ি আটকে রাস্তার মধ্যে চেয়ার পেতে অবরোধ চলছে। ঘটনাস্থলে আসেন ব্যাঁটরা থানার পুলিশ পুলিশ। স্থানীয়দের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলছেন তারা।