হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- আনিস খানের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিলেন বাবা সালেম খান। তবে, শুক্রবার উলুবেড়িয়া জেলে গিয়ে এই ঘটনায় ধৃতদের দেখে চিনতে পারেননি আনিসের বাবা সালেম। তিনি বলেন পুলিশের পোশাক পরে যে আমার বুকে বন্দুক ধরেছিল আমি শুধু তাকেই চিনতে পারবো। বাকিদের চেনা আমার পক্ষে সম্ভব নয়।
ইতিমধ্যেই সিটের তরফে সালেমের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিন আনিসের মোবাইল ফোনটিও পুলিশের হাতে তুলে দেন তিনি। ফোনটি কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এদিকে, এদিন বিকেলে আমতা থানার সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখায় এসএফআই। সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু আনিসের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।