এই মুহূর্তে জেলা

এক নজরে হুগলির পঞ্চায়েত নির্বাচনে চিত্র।

হুগলি, ৭ জুলাই:- ভোট কর্মিরা ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে আসতে শুরু করেছেন। হুগলি জেলার ১৮ টা ব্লকে ডিসি আরসি করা হয়েছে। ভোট কর্মিরা তাদের প্রয়োজনীয় জিনিস, ভোট বাক্স, ব্যালট বুঝে নেবেন।রাজ্য সশস্ত্র পুলিশ ভোট কর্মিদের সঙ্গে বুথে বুথে রওনা দেবে।
জেলায় ভোট কর্মি ১৯২৫৫ জন। ভোট কর্মিদের সঙ্গে রাজ্য পুলিশ যাবে বুথে। পরে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের পাঠানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। হুগলি জেলা ২০২৩ পঞ্চায়েত নির্বাচন।

গ্রাম পঞ্চায়েত –২০৭(সংসদ ৩৭১১ আসন ৩৮৮০) বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জয়ী ৩৯৮ পঞ্চায়েত সমিতি–১৮(আসন ৬১৯) বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জয়ী ৫৮ জেলা পরিষদের আসন–৫৩ বুথ–মেন ৩৭৮৮ অক্সিলারি ৬৩ মোট ৩৮৫১ মোট ভোটার–৩৪,৭২,২৫৫ পুরুষ–১৭৫০১৮৯ মহিলা–১৭২২০০৭ তৃতীয় লিঙ্গ–৫৯ ২০১৮ সালে ছিল জিপি আসন ৩১৯২ পিএস ৬০৭ জেডপি ৫০ জেড পি বেরেছে চন্ডীতলা-২,শ্রীরামপুর-উত্তরপাড়া,গোঘাট-২ ব্লকে একটি করে।