এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতুতে আসার পথে দুর্ঘটনা। ট্রেলার থেকে রাস্তায় উল্টে গেল এ্যালাইনমেন্ট মেশিন।

হাওড়া , ১৮ আগস্ট:- ট্রেলার থেকে রাস্তায় অ্যালাইনমেন্ট মেশিন পড়ে বিপত্তি ঘটল খিদিরপুর রোডে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বিকেল সওয়া তিনটে নাগাদ ওই মেশিন ক্রেন দিয়ে তোলা সম্ভব হয়। এদিন রাস্তায় উল্টে যায় ওই মেশিনটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আপ খিদিরপুর রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসছিল ট্রেলারটি। তখনই ঘটে দুর্ঘটনা। অ্যালাইনমেন্ট মেশিনটি ট্রেলার থেকে রাস্তায় উল্টে যায়। এদিন সকাল সওয়া ৬টা নাগাদ খিদিরপুর রোডের ঘোরাপাসের কাছে মেশিনিটি হঠাৎই উল্টে রাস্তায় পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সার্জেন্ট পলাশ নস্কর, চন্দন সিং, বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি কৃষ্ণেন্দু গুপ্ত, বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শৈবাল পাল সহ পুলিশের আধিকারিকরা। এরপর মেশিনটি সরানোর ব্যবস্থা করা হয়। নিয়ে আসা হয় ২টি ক্রেন সহ একাধিক সরঞ্জাম। মেশিনটিকে সরাতে বেগ পেতে হয়। প্রায় ৮ ঘন্টার চেষ্টায় মেশিনটি রাস্তা থেকে সরানো হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। রাস্তায় যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। ওই লেন দিয়েই গাড়ি পাশ করানো হয়। রাস্তায় গাড়ি কম থাকায় কোনও যানজট হয়নি।