এই মুহূর্তে কলকাতা

অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠালো কমিশন।


কলকাতা, ২২ জুন:- আদালতের নির্দেশ মত পঞ্চায়েত ভোটে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গেছে শুক্রবারই রাজ্যে আসছে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগেই এই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল। সেই বাহিনী আগে এসে পৌঁছচ্ছে। এর পরে কেন্দ্রের অনুমোদন পেলে আসবে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এদিকে কমিশনে এদিন এক ঘন্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, এ ডি জি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা। সূত্রের খবর এদিনের বৈঠকে একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যাবহার করা হবে এবং মেতায়েন করা হবে। বুধবার আদালতের নির্দেশের পর অবশেষে ব্হস্পতিবার দুপুর তিনটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে চিঠি রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর স্বরাষ্ট্র মন্ত্রক জানানোর পরেই সিদ্ধান্ত হবে কবে থেকে রাজ্যে আসবে এই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এবং কিভাবে তাকে মোতায়েন করা হবে।