হুগলি, ২২ জুন:- সরকারিভাবে ইজারা নেওয়া ঘাটের জেটি খুলে নিয়ে চম্পট মনোজ নামক ব্যক্তি, নাকাল নিত্যযাত্রীরা, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে ব্যবসায়ী সকলের জন্য ছিল এই ঘাট বহু উপযোগী, ঘাট বন্ধ হতেই সকলের মাথায় হাত, গঙ্গা পার করতে হলে যেতে হবে অনেকটাই ঘুরে, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত তামলিপাড়া ঘাটে ফেরি সার্ভিস বন্ধ। নাকাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া ও অভিভাবকরা। ঘটনা প্রসঙ্গে জানা যায় তামলিপাড়া ঘাটে থাকা জেটিটি হঠাৎই খুলে নেওয়ার দরুন এই বিপত্তি।
প্রশ্ন থেকে যাচ্ছে পৌরসভা থেকে টাকা দিয়ে ইজারা নেওয়া ঘাটের যেটি কেউ খুলে নিয়ে যেতে পারে কি, তাহলে কি সরকারের থেকেও ক্ষমতাশালী ব্যাক্তিরা এখন বসবাস করছেন এ বাংলায়, এ বিষয়ে অভিভাবকরা জানান যে এইভাবে নোটিশ ছাড়া যেটি খুলে নেওয়ায় তারা ভোগান্তির শিকার হল। তামলিপাড়া ফেরি সার্ভিসের তরফ থেকে বিজয় কাহার জানান যে ২৪ পরগনার মনোজ দাস নামক কোন এক ব্যক্তি জেটিটি হঠাৎই খুলে নিয়ে যায় এর ফলে ভোগান্তিতে পড়ল নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াড়া। ওপারে, জেটি না থাকায় এপারে তরফ থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে বলে জানান ঘাট কতৃপক্ষ