এই মুহূর্তে কলকাতা

নৃত্য শিল্পীকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ এবার বোসের বিরুদ্ধে।

কলকাতা, ১৪ মে:- রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এ বার এক নৃত্যশিল্পীকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল ৷ কলকাতা পুলিশের তরফে এই অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, সম্প্রতি রাজভবনে কর্মরত যে মহিলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এর আগেও, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় আরও একটা এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। বছরখানেক আগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন ওড়িশার এক নৃত্যশিল্পী। সে সময় তাঁর অভিযোগ ছিল, দিল্লির একটি হোটেলে তাঁর ধর্ষণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত অক্টোবর মাসে এই অভিযোগটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

এ দিন জানা গেল, কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টি তদন্ত করে তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা পড়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, গত বছর 5 ও 6 জুন একটি অনুষ্ঠানে ওই নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল। তাঁকে একটি পাঁচতারা হোটেল রাখার ব্যবস্থা করা হয়। রাজ্যপালের বেঙ্গালুরুর এক আত্মীয় হোটেলের রুম বুক করেন। সেই হোটেলেই ওই নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি জুন মাসে ঘটলেও বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ৷ গত 15 অক্টোবর তিনি একটি টুইট বার্তায় জানান, “রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী। মালয়লম ভাষাতেও পারদর্শী। অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা।”