কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। যাঁরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পেয়েছেন। তাঁরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিয়ে আবার পুলিশ নিয়ে যাবে। বসিরহাট জেলা পুলিশের সুপারকে সব প্রার্থীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। বিকেল ৩টের মধ্যে যাঁরা যাঁরা উপস্থিত হবেন।
তাঁদের সবার মনোনয়নপত্র মহকুমাশাসককে গ্রহণ করতে হবে। বসিরহাট মহকুমাশাসকের দফতরের বিপরীতে বিজেপির দলীয় কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তাঁরা শুধু রাস্তা টপকে এপারে আসবেন। পুলিশ নিরাপত্তা দিয়ে প্রার্থীদের মহকুমাশাসকের দফতরে ঢোকাবেন। আদালতের নির্দেশ, সময় নেই! তাই নির্দেশনামার জন্য অপেক্ষা করার দরকার নেই। আদালতে শুনানির ভার্চুয়াল লিঙ্ক রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। এই লিঙ্কে নির্দেশ শুনেই পদক্ষেপ করতে হবে। বসিরহাটের ৪টি ব্লকের প্রার্থীরা, সন্দেশখালি-১ এবং ২ ব্লক, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়া এই চারটি ব্লকের বিজেপির ৬০ জন প্রার্থীর জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানো হয়েছে।