হাওড়া, ১১ মার্চ:- ডিএ বঞ্চনার প্রতিবাদে শুক্রবার সব সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘটে সামিল হওয়ায় হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহের একটি হাইস্কুলে শনিবার শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা এবং অবিভাবকদের একাংশ। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার কারণেই স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ।
প্রসঙ্গত, রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মচারীরা কোনও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিল যৌথ মঞ্চ। হাওড়ার ডোমজুড়ের ওই স্কুলেও এর প্রভাব পড়ে। শিক্ষকরা স্কুলে গতকাল গরহাজির ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে এদিন শিক্ষকদেরই স্কুলে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ।