এই মুহূর্তে জেলা

করমন্ডলের মৃত্যু নিয়ে পলিটিক্স করা হচ্ছে অভিযোগ সুকান্ত মজুমদার।


হাওড়া, ৮ জুন:- করমন্ডলের মৃত্যুর ঘটনা নিয়ে পলিটিক্স করা হচ্ছে। এত বড়ো ঘটনায় সমবেদনার জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো লিপস্টিক মন্ত্রী হা হা করে হাঁসছেন। ভাবা যায়? এই ঘটনায় অবশ্যই সিবিআই তদন্ত দরকার। বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার হাওড়ায় রাজনৈতিক কর্মসূচিতে আসেন। এদিন প্রথমে তিনি শিবপুর বেতাইতলায় বেতাইচন্ডী মন্দিরে পুজো দেন। সেখান থেকে বেতড়ে দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। এরপর তিনি সাঁকরাইলে এক জনসভায় যোগ দেবেন। সভা শেষে বালী এলাকায় জনসভা করবেন। এদিন মন্দিরে পূজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের আম পাঠানো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বেশি চুলকাবেন না বলে মদন মিত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, সৌগত রায়ের চটি দিয়ে চড় মারা প্রসঙ্গে, রেল দুর্ঘটনায় রাজ্য সরকারের যে ক্ষতিপুরণ তা নাকি কেন্দ্রীয় প্রকল্পের টাকা শুভেন্দু অধিকারীর সেই অভিযোগ প্রসঙ্গে, রেল দুর্ঘটনায় সি বি আই তদন্তের বিষয়ে মমতা বন্দ্যোপধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে, রুজিরা বন্দ্যোপধ্যায়ের আজ ই ডি দপ্তরে হাজিরা প্রসঙ্গে,রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের নগদ টাকা দেওয়া প্রসঙ্গে, পৌরসভায় সি বি আই হানা প্রসঙ্গে, আজ আদিবাসীদের অবরোধ প্রসঙ্গে। এবং অধীর চৌধুরীর হারা জেতা নিয়ে সৌগত রাতের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সুকান্ত মজুমদার।