এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় অয়ন শীলের পৈত্রিক বাড়ি ও ফ্লাটে সিবিআইয়ের হানা।

হুগলি, ৭ জুন:- শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পর রাজ্যের পুর-নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যে হুগলি জেলা প্রশাসনের কাছে বিগত প্রায় ১০ বছরে জেলার পঞ্চায়েত স্তরে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি। একই সাথে নিয়োগ দুর্নীতিতে ধৃত চুঁচুড়ার অয়ন শীলের বাড়ির কাছে হুগলি-চুঁচুড়া পুরসভার কাছে বিগত কয়েক বছরের নিয়োগের তথ্য কিছুদিন আগেই চেয়ে পাঠিয়েছিল রাজ্যের পুর দফতর।

সেই তথ্য ইতিমধ্যেই পুরসভা পাঠিয়ে দিয়েছে বলে খবর। পুরসভা সূত্রে খবর, সিবিআইয়ের জন্যই দফতর সেই তথ্য চেয়ে পাঠিয়েছিল। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ফ্ল্যাট এবং পৈত্রিক বাড়িতে এলেন সিবিআই আধিকারিকদের দুটি দল। সূত্রের খবর, দু’জায়গা থেকেই বেশকিছু নথি উদ্ধার হয়েছে। যদিও প্রত্যাশিতভাবেই এ দিন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি আধিকারিকরা। একইভাবে অয়নের বাড়ি থেকে ওই দল বেরোতেই বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয় পরিবারের সদস্যরা। তাই তাঁদেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি।