কলকাতা, ৮ জুন:- রাজ্যের মানুষ এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। ওই ফোন নম্বর হল ৯১৩৭০৯১৩৭০।তিনি বলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র মাধ্যমে সব স্তরের মানুষের অভিযোগের সমাধান করা হবে। গ্রামগঞ্জ থেকে শহর- সব জায়গার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যের মানুষের সুবিধার্থে ৫০০ কল সেন্টার তৈরি হয়েছে। এমনিতেই নবান্নে তাঁর কাছে অভিযোগ আসে।
তবে এবার থেকে সব অভিযোগ সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। তৃণমূল স্তরে মানুষের অভিযোগের যাতে যথাযথ নিরসন হয় তা নিশ্চিত করতে তিনি সব দফতরের প্রধান সচিবদের নির্দেশ দিয়েছেন। এদিকে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এদিন পুনরায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রেল ের বেহাল পরিকাঠামো সম্পর্কে সিএজির রিপোর্ট এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ” রেলে নিরাপত্তা তহবিলের টাকা দিয়ে ফুট ম্যাসিওর কেনা হয়েছে। এটা বিরাট বড় কেলেঙ্কারি। দুর্ঘটনার তদন্ত দুদিনের শেষ হয়ে গেল! এত তাড়াহুড়ো কেন। আসল তথ্য লুকানোর চেষ্টা চলছে। সিবিআইকে বলা হচ্ছে সব চেপে দিতে। আর এসব থেকে নজর ঘোরাতেঘরে ঘরে সিবিআই পাঠানো হচ্ছে।”