এই মুহূর্তে জেলা

দেড় শতাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এমএ পাস সৌমাল্য ফের শ্রীঘরে।

হুগলি, ১ জুন:- চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। কিন্তু শেষ রক্ষা হল না। চুরির ঘটনায় জেলে বন্দি থেকেও ফের পুলিশ হেপাজতে চুরির ঘটনায় অভিযুক্ত সৌমাল্য চৌধুরী। বৃহস্পতিবার আদালতের নির্দেশে এম এ পাশ চোর কে পুলিশ হেপাজতে নেয় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে শেওড়াফুলি বউ বাজারে একটি চুরির ঘটনায় চন্দননগর জেলে গিয়ে সৌমাল্য কে জিঞ্জাসাবাদ করা হয়।

তখনই সে চুরির কথা স্বীকার করে।পুলিশ জানিয়েছে সিঙ্গুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সৌমাল্য। এরপর সিঙ্গুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পাঠায়।তারপর থেকে শ্রীঘরেই ছিল সৌমাল্য। এ দিন পুলিশি জেরায় সে জানিয়েছে চুরি করে এক ঝটকায় অনেক টাকা রোজগার করা যায়। সেই কারণেই চুরি। তবে রাজ্যের বিভিন্ন থানায় দেড় শতাধিক চুরির ঘটনায় অভিযুক্ত সৌমাল্য।