কলকাতা, ১ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণ স্মরণ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন। আন্দোলনরত কুস্তিগীরদের পুলিশি হেনস্থার অভিযোগে এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী আজ ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভায় অংশ নেন। সেখানে কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন ব্রীজ ভূষণকে অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার কেন এখনো চুপ করে রয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।
তিনি আরো বলেন অভিযুক্তা গ্রেফতারি না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। গরমের ছুটির পর আদালত খুললে এই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়ারও মুখ্যমন্ত্রী আজ ইঙ্গিত দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ক্রীড়াবিদরা ওই সভায় কুস্তিগীরদের সঙ্গে পুলিশের আচরণের নিন্দা করে তাঁদের আন্দোলনকে সমর্থন জানান। এরপরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোষ্ঠ পালের মূর্তি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত একটি মোমবাতি মিছিলও করা হয়।