হুগলি, ২৩মে:- নিরীহ গ্রামবাসীদের উপর আবগারি দপ্তর মারধর করার প্রতিবাদ জানিয়ে সিঙ্গুরে রাস্তা অবরোধ করে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ সিঙ্গুরের বিরামনগর দেপাড়া গ্রামের বাসিন্দারা। প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। অভিযোগ, রবিবার রাতে সিঙ্গুর আবগারি দপ্তরের দুই অফিসার মদ্যপ অবস্হায় গ্রামে যায় অবৈধ মদ তৈরির অভিযান চালাতে।
সেই সময় অভিযুক্তদের না পেয়ে গ্রামে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঢুকে মহিলাদের মারধোর করে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে। রাতে ফেরার সময় স্থানীয় এক অসুস্থ যুবক সুব্রত দে কে মারধোর করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই অফিসারের বিরুদ্ধে এফ আই আর দায়ের করতে হবে।