এই মুহূর্তে জেলা

জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়, উদ্ধার প্রচুর বাজি হাওড়ায়।


হাওড়া, ২৩মে:- জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপঝাড় ঘেরা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা। গত কয়েকদিনে এগরা, বজবজ সহ কয়েকটি এলাকায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে অনেকের। নবান্ন’র তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তৎপর হয়েছে পুলিশ। বিভিন্ন জেলায় বেআইনি বাজি নিয়ে ধরপাকড় চলছে। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় ৩০০ কেজি বাজি উদ্ধার হয়েছে।

১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুরের পাতিয়ালেও উদ্ধার হয়েছে প্রচুর বাজি ও বাজির মশলা। তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি। এখানে একটি ঝোপঝাড় জঙ্গলের মধ্যে এই বাজি রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ অভিযান চালায়। প্রচুর পরিমাণ ওই বাজি উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কারও বাড়িতে ওই বাজি মজুত ছিলো।বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বাজি নিয়ে। সেকারণেই জঙ্গলে বাজিগুলো ফেলে দেওয়া হয়।