হাওড়া, ১৪মে:- সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য রবিবার ৮ ঘন্টার জন্য (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক করা হয়। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় সাঁতরাগাছিতে চতুর্থ ফুট ওভারব্রিজের কাজের জন্যই এই পাওয়ার ব্লক করা হয় বলে রেল সূত্রে জানা গেছে। এর জেরে আপ ও
ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। ৪টি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়। আরও চারটি ট্রেনকে খড়গপুর পর্যন্ত চালানো হয় বলে জানা গেছে। রবিবার তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকায় এদিন ফুট ওভারব্রিজের কাজ করে রেল কর্তৃপক্ষ। তবে একাধিক ট্রেন বাতিল হওয়ায় অনেকই যাত্রীই ভোগান্তির মুখে পড়েন।