এই মুহূর্তে জেলা

আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র‍্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।

হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র‍্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র‍্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ %। তার বাবা সুনীল কুমার দুগার ব্যবসায়ী এবং মা প্রেম দুগার গৃহবধূ, সিদ্ধার্থ চায় সে ভবিষ্যতে এমবিএ নিয়ে পড়াশোনা করতে। সে তার এই সাফল্যের জন্য তার স্কুলের সমস্ত শিক্ষককে এবং পরিবারে বাবা-মাকে তার কৃতজ্ঞতা জানিয়েছে। ক্রিকেট খেলার অন্ধ ভক্ত সে।

একনজরে:

ছাত্রের নাম: সিদ্ধার্থ কুমার দুগার

বাবা: সুনীল কুমার দুগার, ব্যবসায়ী।

মা: প্রেম দুগার, গৃহবধূ।

বোন: প্রিয়াংশী দুগার, পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্কুল: এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ, হাওড়া।

শতাংশ হিসেবে প্রাপ্ত নম্বর:

৯৯.০৫% প্রাপ্ত নম্বর:

অ্যাকাউন্টস -১০০ ইকোনমিকস -১০০ ইংরেজি -৯৯ কমার্স -৯৯

ম্যাথম্যাটিকস -৯৭হিন্দী -৯৮ সেলফ স্টাডিজ বিষয়ে ২-৩ ঘন্টা পড়ত।

প্রিয় খেলা: ক্রিকেট।