এই মুহূর্তে জেলা

পদ্মের অতিরিক্ত শ্বাসকষ্টে , পদ্মপাতায় অক্সিজেন টানতে জোর লকেটের।

হুগলি , ২ জুন:- করোনার কড়া বিধিনিষেধের জেরে নাজেহাল সাধারন মানুষ। এই পরিস্থিতিতে অহায়দের মুখে দুপুরের আহার পৌঁছনোর দ্বায়িত্ব নিয়েছে হুগলী সাংগঠনিক জেলা বিজেপি। পদ্ম পাতায় দুপুরের আহারের কর্মসূচীতে চন্দননগর বিধানসভা সহ বলগড় ও পান্ডুয়া বিধানসভায় যোগদান করেন হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাতার্জী। সেই কর্মসূচিতেই বুধবার অসহয়াদের খাবার দিলো হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন পান্ডুয়ার সোনারগ্রামে দুঃস্থ মানুষদের খাবার পরিবেশন করলেন সাংসদ। এরপর পান্ডুয়ার তিন্না এলাকায় প্যাকেট করা খাবার সাধারনের হাতে তুলে দেন লকেট। এদিন সাধারনের পাশে থাকার বার্তা দিলেও আলাপন প্রসঙ্গে লকেটের বক্তব্য ওটা কেন্দ্র ও রাজ্যের ব্যাপার। আমি এবিষয়ে কোন মন্তব্য করবো না।