এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হলো দলিল।

হুগলি, ১৩ মে:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহায়তায় ও শ্রীরামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে দলিল তুলে দেওয়া হল। শনিবার শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেহেরু নগর কলোনীতে প্রায় ২৭ টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়,পুরপ্রধান গিরীধারী শাহ, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, কাউন্সিলর অসীম পণ্ডিত ও মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী সহ প্রশাসনিক দপ্তরের কর্তা ব্যাক্তিরা। এ দিন দলিল হাতে পেয়েছেন নেহেরু নগর কলোনীর বাসিন্দা নারায়ণ দাস। তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে দ্রুত তার সঙ্গে আমাদের মতো উব্দাস্তু পরিবার গুলির হাতে জমির দলিল তুলে দিয়েছে, সেই উদ্যোগ কে সাধুবাদ জানাই।