এই মুহূর্তে জেলা

জেলা জুড়ে কবিগুরুর জন্মদিবস পালন জয় হিন্দ বাহিনীর।

তরুণ মুখোপাধ্যায় , ৯ মে:- সারা দেশের সঙ্গে হুগলি জেলাতে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী ।এদিন বিকালে পিয়ারা পুরে শ্রীরামপুর অঞ্চল জয় হিন্দ বাহিনী এবং বঙ্গজননীর উদ্যোগে নাচ গান কবিতার মাধ্যমে বাঙালির প্রাণের কবিকে স্মরণ করা হলো। এ দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি এবং

বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর মানুষের মাঝে শান্তি সম্প্রীতির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আজ খুবই পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করছি দিকে দিকে চলছে হানাহানি, মানুষে মানুষে ভেদাভেদ তা থেকে নিষ্কৃতি পাবার একটাই উপায় আমাদের বিশ্ব কবির বাণীকে অনুসরণ করা, এদিনের রবি প্রণামকে ঘিরে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ।