এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় মোকার পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য জানালেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার ঘূর্নিঝড় মোকা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাষ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে ১১ তারিখ পর্যন্ত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বলে তিনি জানান। পরিস্থিতি প্রতিকূল হলে সেখানকার সাধারন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যসচিব ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠক করা ছাড়াও নবান্ন ও জেলাস্তরে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত ত্রান ও ত্রিপল পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।