এই মুহূর্তে কলকাতা

রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে উদ্ধৃত করেই নাম না করে মোদী-শাহদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৯ মে:- রবীন্দ্রনাথকে জানতে গেলে তার আদর্শকে জানতে হবে। কবিগুরু চিরকাল বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথকে উধ্বৃত করেই নাম না করে মোদি – অমিত শাহদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে মঙ্গলবার রাজ্য সরকার আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানে কবিগুরু কে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে না জেনে অনেক বড় বড় কথা বলা যায়। না জেনে বলা যায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্মস্থান। বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা যায়। তবে রবীন্দ্রনাথকে জানতে গেলে তার আদর্শকে জানতে হবে। কবিগুরু চিরকাল বিভেদের বিরুদ্ধে কথা বলেছিলেন।

কবি প্রণামে অংশ নেন প্রতুল মুখোপাধ্যায়,স্বাগতালক্ষী দাশগুপ্ত, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী সহ বহু বিশিষ্ট শিল্পীরা। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার বহু সদস্য, সমাজের নানা ক্ষেত্রের মানুষেরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রবীন্দ্রসদন- নন্দন চত্বরের চারটি প্রেক্ষাগৃহে আগামী ২৪ শে মে পর্যন্ত প্রতিদিন বিকেলে কবি পক্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩০০০ এর বেশি শিল্পীকে নিয়ে রবীন্দ্র সংগীত, নৃত্য ,নৃত্য আলেখ্য সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে। এছাড়া গগনেন্দ্র প্রদর্শশালায় রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও দেশের রবীন্দ্র প্রেমীদের জন্য রাজ্য সরকারের এই আয়োজন বলে মুখ্যমন্ত্রী জানান।