এই মুহূর্তে জেলা

প্রায়শ্চিত্ত করতেই মাথা মুড়িয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন শতাধিক কর্মী।


আরামবাগ, ২২ জুন:- আবারও বিজেপিতে ভাঙ্গন। বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দিলেন শতাধিক কর্মী। হুগলির আরামবাগ মহকুমার খানাকুলের নতিবপুর দুই নম্বর অঞ্চলের শীতলাতলায়। জানা গিয়েছে, আরামবাগের খানাকুলে মাথা মুড়িয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন ৫০০ জনের বেশি কর্মী। এদিন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে তাঁরা তৃণমূলে ফেরেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও খানাকুলের তৃনমুল নেতৃত্ব। তৃনমুল সুত্রে জানা গিয়েছে এই কর্মী-সমর্থকরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এদিন অনেকেই চুল কেটে মস্তক মুণ্ডন করেছেন। তারপর তারা বিজেপি থেকে তৃনমুলে যোগদান করে।

সাংসদ অপরুপা পোদ্দার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সদ্য তৃনমুলে যোগ দেওয়া কর্মীদের দাবি, বিজেপিতে যাওয়া যে ভুল হয়েছিল তা বুঝতে পেরে তার মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে পুরনো দলে ফিরেছেন। এই বিষয়ে তৃণমূল সাংসদের দাবি, বিজেপি এই সব কর্মী সমর্থককে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। কোনও সমসয়ই এই কর্মীদের পাশে থাকেনি বিজেপি নেতৃত্ব। এমনকি করোনার বিপদেও পাশে দাঁড়ায়নি। তাই এই বিজেপি কর্মীরা ভুল শুধরে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, আজ যারা তৃনমুলে গেছে তারা কেউ বিজেপি করেনি। একজন বিজেপি করতো। তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে বসে ছিলো। তারা আবার তৃনমুল থেকে তৃনমুলে গেছে। সব মিলিয়ে মাথা ন্যাড়া করে বিজেপি থেকে তৃনমুলে যোগ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।