এই মুহূর্তে জেলা

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়ায় নার্সিংহোম ভাঙচুর।


হাওড়া, ১০ মে:- ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালো রোগীর আত্মীয় পরিজনেরা। রোগী মৃত্যুর ঘটনায় গতকাল রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতের পর আজ সকালেও ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ হয়। ফের হামলা চলে নার্সিংহোমে। হাওড়া আমতা রোড অবরোধ করেন স্থানীয় মানুষ। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর হাওড়ায়। জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিংহোমে ভাঙচূর চালায় রোগীর আত্মীয় পরিজনরা।

টিউমার অপারেশনের জন্য প্রতিমা পাঁজা নামের এক মহিলা গতকাল নার্সিংহোমে ভর্তি হন। অপারেশনের সময়ই মৃত্যু হয় ওই মহিলার। খবর ছড়াতেই নার্সিংহোমের সামনে জড়ো হন প্রচুর লোকজন। চলে ভাঙচুর। নার্সিংহোমের জিনিসপত্র ফেলে দেওয়া হয় ডোবায়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেছেন এলাকার মানুষ। অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধ করা এবং দোষী ডাক্তারের শাস্তির দাবি তুলেছেন তারা। স্থানীয়দের অভিযোগ, এই নার্সিংহোমে কোনও ভালো ডাক্তার নেই। অধিকাংশই হাতুড়ে। নার্সিংহোমে অক্সিজেনের ব্যবস্থাও পর্যাপ্ত নয়।