কলকাতা, ৮ মে:- প্রতি বছরের মত এবারও যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের কবি প্রণাম মূল অনুষ্ঠানটি হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনের রাস্তা ক্যাথিড্রাল রোডে। তবে এবার সেই জায়গা বদল হচ্ছে।
এবার রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হবে আলিপুরের নব নির্মিত ধনধান্য স্টেডিয়ামে। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রসদনের সামনেও অনুষ্ঠান হবে। তবে সেই অনুষ্ঠানে অংশ নেবেন ‘জুনিয়র শিল্পী’রা। মনোময়, লোপামুদ্রা, রূপঙ্কর বাগচী, বাবুল সুপ্রিয় প্রমুখ শিল্পীরা উপস্থিত থাকবেন ধনধান্যে। এখানেই মূল অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে সাংবাদিক এবং পড়ুয়াদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। রবীন্দ্র সংস্কৃতির ধারা প্রবাহিত হোক। বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক।’