এই মুহূর্তে কলকাতা

পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মেধাশ্রী প্রকল্পে বৃত্তি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যের অন্যান্য অনিগ্রসর শ্রেণীর পড়ুয়াদেরও রাজ্য সরকার এবার বৃত্তি দেবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মেধাশ্রী নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আজ আলিপুর দুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তবে ছাত্রছাত্রীদের বিপন্ন বোধ করার কারণ নেই। কেননা ওবিসি ছাত্রছাত্রীদের এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে বৃত্তি দেবে।

এর পরে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফে জানানো হয় তফসিলি জাতি উপজাতি পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে সরকারি ও সরকার পোষিত স্কুলের অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের বৃত্তি দেওয়া হবে। বছরে আনুমানিক ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া এই সুবিধা পাবে। প্রকল্পের সম্পূর্ন ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে। এর ফলে রাজ্যের কোষাগার থেকে বছরে ২১ কোটি ৪০ লক্ষ টাকার বেশি খরচ হবে।