হাওড়া, ৩০ এপ্রিল:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরে যখন উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন হাওড়ার আমতায় বিনলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অপসারণের দাবিতে দলের কর্মীরা সরব হয়েছেন। রবিবার সকালে এই নিয়ে বিক্ষোভ মিছিল বের হয় গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষোভ বিক্ষোভ সামলাতে এবং জনসংযোগ করতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় গ্রামে গ্রামে ছুটছেন তখনই প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্টীকোন্দল।
রবিবার আমতা কেন্দ্রের শ্যাওড়াবেড়িয়া মোড়ে বিনলা কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বের উপর ক্ষোভ জানিয়ে মিছিল করেন। তাঁদের দাবি ছিল বিনলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ‘দুর্নীতিগ্রস্থ” এবং ‘তোলাবাজ’ সভাপতিকে অপসারণ করতে হবে। যা অস্বস্তিতে ফেলেছে তৃণমূল নেতৃত্বকে। জানা গিয়েছে, এই কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে ইচ্ছামতো দল চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ হিসেবে যাকে বিনলা কৃষ্ণবাটি অঞ্চলের দলের সভাপতি করা হয়েছে তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই সভাপতির অপসারণ চেয়ে এদিন গ্রামে বিক্ষোভ মিছিল বের হয়। এদিন বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।