এই মুহূর্তে জেলা

লকডাউনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। গ্রেফতার শতাধিক হাওড়ায়।

 

হাওড়া,১৮ এপ্রিল:- শুক্রবার প্রশাসনের তরফ থেকে হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই হাওড়া সিটি পুলিশ লকডাউন সফল করতে তৎপর হয়। শনিবার সকাল থেকেই লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। চলে ধরপাকড়। লকডাউন ভঙ্গকারী বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সকাল থেকেই পুলিশ হাওড়ার বিভিন্ন থানা এলাকায় নজরদারি শুরু করে। একদিকে র‍্যাফ, অন্যদিকে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা রাস্তায় ঘুরে ঘুরে টহলদারি চালান।সালকিয়া চৌরাস্তা, মালিপাঁচঘড়া থানা, গোলাবাড়ি থানার বিভিন্ন এলাকা, মল্লিক ফটক, কদমতলা বাজার, কালিবাবুর বাজার, শিবপুর বাজার প্রভৃতি এলাকায় ছিল ব্যাপক পুলিশি নজরদারি। বড় রাস্তাগুলির সংযোগকারী রাস্তাগুলি ব্যারিকেড করা হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার কুনাল আগরওয়াল বলেছেন, “দুপুর ১২টা পর্যন্ত হাওড়ার বিভিন্ন এলাকা থেকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুযায়ী লকডাউন ভঙ্গকারী ২১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি আটটি চার চাকা, একটি অটো এবং ৩৭টি দুই চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে”।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.