এই মুহূর্তে কলকাতা

সামাজিক অনুদান প্রকল্পগুলির বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী আইএলও।

কলকাতা, ৩০ এপ্রিল:- লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রী র মতো সামাজিক অনুদান প্রকল্প গুলি র বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আই এল ও। প্রশাসন সূত্রে খবর আগামী ২মে সংগঠনের তিনজন প্রতিনিধ ি রাজ্যে এসে পৌঁছাবেন। এখনও পর্যন্ত ঠিক আছে তাঁরা হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা কয়েকটি এলাকায় ঘুরে কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষীর ভান্ডারের উপভোক্তাদের সঙ্গে কথা বলবেন।

কিভাবে তারা উপকৃত হচ্ছেন তাও আই এল ও প্রতিনিধি রা জানবেন এবং সরকার কিভাবে এই প্রকল্প গুলি উপভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সে সম্পর্কেও তাঁরা খোঁজ খবর নেবেন।রাজ্যে সামাজিক ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষীর ভান্ডার চালু করা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী একই কারনে চালু করেছে সরকার। সে কথাই আইএলও প্রতিনিধিদের সামনে তুলে ধরবে রাজ্য সরকার বলে নবান্ন সূত্রে খবর।