কলকাতা, ২৬ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙ্গন রোখার উপায় খুঁজতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ্য সচিবকে বিভিন্ন দফতর ও বিশেষজ্ঞদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন। প্রয়োজনে বিশ্ব ব্যাঙ্কের মত সংস্থার সহায়তা নেওয়ার কথা বলেন। পাশাপাশি সমশের গঞ্জের মত ভাঙ্গন প্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ওই সব এলাকার যেসব বাসিন্দা ভাঙ্গনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁদের এখনই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আশেপাশের সরকারি জমিতে তাদের সরিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব কে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁর আরও নির্দেশ, বর্ষাকাল আসার আগেই সেচ পরিষেবাকে সচল রাখতে যেন আগাম বন্দোবস্ত করা হয়।
কোথাও কোনও মেরামতির প্রয়োজন হলে তাও যেন সঠিক সময়ে শেষ হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার গঙ্গা ভাঙ্গনের সমস্যা রোধে নিজ উদ্যোগে কাজ করবে বলে সম্প্রতি মন্তব্য করায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে মুখ্যমন্ত্রী আজ সতর্ক করে দেন। তিনি বলেন, গঙ্গা ভাঙন রোধে হাজার হাজার কোটি টাকা ব্যয় করার সামর্থ্য রাজ্য সরকারের নেই। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন,ঘাটাল মাস্টার প্ল্যান ত্রিশ বছর পরে আছে। যারা একশ দিনের টাকা দেয়না তাঁরা মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙ্গনের টাকা দেবে তা আশা করা যায় না! ফারাক্কা বাঁধের জন্য ইন্দো বাংলা জল চুক্তির ৭০০ কোটি টাকা এখনো দেয়নি বলেও তাঁর অভিযোগ। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আজ পুনরায় কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।