কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্য সরকার ষষ্ঠ দফায় চলতি দুয়ারে সরকার শিবিরে বুথ স্তরে জমা পড়া আবেদনের ভিত্তিতে প্রায় ৪১ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ নবান্ন সভাঘরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের সচিব, যুগ্মসচিবদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই দফায় এক লক্ষ ৮৮ হাজার ৩৩২ টি শিবিরে গত এক থেকে ১০ তারিখ পর্যন্ত যে আবেদন জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখে আগামী ৩০ তারিখের মধ্যে তাদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
এর মধ্যে ৩৭ লক্ষ ২৫ হাজার মানুষের হাতে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া ছাড়াও ৩২৭ কোটি ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে আজ ভার্চুয়ালি অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেন। খাদ্যছায়া প্রকল্পের অধীনে বাইশটি জেলায় স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ৫০ টি ক্যান্টিন এর সূচনা করেন তিনি।