হাওড়া, ১৮ মে:- টেলি অভিনেত্রী পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার তোলা অভিযোগ এবার সরাসরি অস্বীকার করলেন বান্ধবী ঐন্দ্রিলা। এক অনুষ্ঠানে যোগ দিতে একবারই তিনি পল্লবীর ফ্ল্যাটে গিয়েছিলেন বলে দাবি ঐন্দ্রিলার। পরের দিন সাগ্নিকের শরীর খারাপ থাকায় এবং পল্লবীর শুটিং থাকায়, পল্লবীর অনুরোধে দিনের বেলায় ৪-৫ ঘন্টা সাগ্নিককে দেখভাল করতে হয় বলে জানান ঐন্দ্রিলা।
পরে একসাথে পল্লবী ও ঐন্দ্রিলা মিলে সাগ্নিককে হাওড়ার ডাক্তারখানায় চিকিৎসার জন্যে নিয়ে আসা হয় বলেও জানান তিনি। পাশাপাশি ঐন্দ্রিলার মা লক্ষ্মী মুখোপাধ্যায়ও সরাসরি এই অভিযোগ অস্বীকার করে জানান, মেয়ে একবারই মাত্র ওই ফ্ল্যাটে গিয়েছিলো।