হাওড়া, ৪ এপ্রিল:- হাওড়া শিবপুর জি টি রোডে গত রামনবমীর দিন ধর্মীয় শোভাযাত্রা ঘিরে অশান্তির ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে আসেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। এই ঘটনার পাঁচ দিনের মাথায় আসেন তাঁরা। এখনও পর্যন্ত এলাকায় পুলিশ এবং পুলিশ পিকেট বসানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এখনও পর্যন্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং পুলিশ পিকেট বসানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে।
যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রসঙ্গত, এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে বোমাবাজি হয় এবং বেশ কয়েকটি গাড়ি, ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। শুরু হয় দফায় দফায় উত্তেজনা। অবশেষে এই ঘটনার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের প্রতিনিধিরা।