হাওড়া, ৪ এপ্রিল:- “আমরা দুর্নীতির শিকার। আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই।” এই দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত লংমার্চের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। যদিও তাদের সেই লংমার্চ পুলিশ আটকে দেয় বাগনানের বাঙালপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে।
গ্রুপ ডি’র আন্দোলনকারীরা জানান, তাদের তিনদিনের লংমার্চ। কলকাতায় তাঁদের ধর্না চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের আবেদনে সাড়া দেননি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁরা এই তিনদিনের এই লংমার্চের আয়োজন করেছেন। এদিন তার দ্বিতীয় দিন। আগামীকাল বুধবার তাঁরা হাওড়ার রামরাজাতলা থেকে কলকাতার শহীদ মিনার পর্যন্ত লংমার্চ করবেন।