এই মুহূর্তে কলকাতা

হাওড়ায় রাম নবমীর মিছিলে অশান্তি, কঠোর ব্যবস্থার ঘোষনা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ মার্চ:- শান্তির বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা বিরোধীদের। হাওড়ায় রামনবমীর মিছিলে গোলমালে প্রচন্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। ধর্নার দ্বিতীয় দিনে শেষবেলায় বক্তব্য রাখতে উঠে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রুট বদলে অনুমতি না নিয়ে অস্ত্র এমনকী বুলডোজার নিয়ে মিছিল করা হয়। তার জেরেই অশান্তি ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী কথায়, “ভাড়া করা গুন্ডা দিয়ে অশান্তি ও প্ররোচনা ছড়াচ্ছে। অপরাধ করলে আমরা কোনও ধর্ম দেখব না। ব্যবস্থা নেওয়া হবে। কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।“ হাওড়ায় পরিকল্পনা করে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন মমতা। “বারবার অশান্তি বাঁধানোর চেষ্টা চালাচ্ছে। একদিকে অন্নপূর্ণা পুজো চলছে, অন্যদিকে রমজান মাস চলছে। সেই সময় রাজ্যে অশান্তি ও প্ররোচনের সৃষ্টির চেষ্টা চালিয়েছে বিজেপি ।“ মমতার কথায়, কোনও মিছিলের নিষেধ করা হয়নি।

কিন্তু বলা হয়েছিল শান্তি বজায় রেখে মিছিল করতে। কিন্তু হাওয়ায় আচমকা রামনবমীর শোভাযাত্রার রুট আচমকা বদল করা হয়। এবিষয়ে পুলিশের অনুমতি ছিল না বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, “তোমাকে মিছিল করতে কেউ বাধা দেয়নি। তোমায় তলোয়ার, বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে? ওরা বুলডোজার ব্যবহার করেছে। জবাব তোমায় দেব। তোমার রুট পরিবর্তন করলে কেন? তুমি আন-অথোরাইজড রুটে গিয়েছ। ইচ্ছা করে একটি কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য, হামলা করার জন্য। হামলা করে কেউ ভাবো মামলা করে রেহাই পাবে! হামলাই করো, মামলাই করো, জনতার আদালতে টিকবে না ফন্দি।“ মমতার অভিযোগ, ইচ্ছে করে পার্কসার্কাস, চোপড়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা হয়। “টাকা দিয়ে প্ররোচনা ছড়ানো হচ্ছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে, কোন ধর্ম দেখা হবে না। টাকার খেলা বন্ধ করা হবে।“