কলকাতা, ১ নভেম্বর:- এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসক কে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই বাহিনী করার জন্য ইতিমধ্যেই প্রতিটি জেলায় জেলাশাসকদের নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটিগুলির মাথায় থাকবেন অর্থাত চেয়ারম্যান হবেন প্রতিটি জেলার জেলাশাসক। এছাড়াও প্রতি জেলার ডিআই থেকে শুরু করে স্কুল দফতরের আধিকারিকরা এই কমিটিগুলিতে থাকবেন। নেতাজি-বিবেকানন্দকে অনুসরণ করে উন্নততর মানুষ গড়ে তুলতে জয় হিন্দ বাহিনী তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর নির্দেশ মতোই এবার সেই বাহিনী তৈরির পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, স্কুলের পড়ুয়াদের নিয়ে অনেকটা এনসিসি-র ধাঁচে এই জয়হিন্দ বাহিনী তৈরি করা হবে সরকারি স্কুলগুলিতে। এনসিসি-তে যেমন ট্রেনিং দেওয়া হয়, তেমনই ট্রেনিং পাবে এই বাহিনীর সদস্যরা। প্রাথমিক ভাবে চারটি জোনে ভাগ করে জয় বাহিনী গঠনের রূপরেখা আঁকা হয়েছে। কলকাতা, ব্যারাকপুর, জঙ্গলমহল ও শিলিগুড়িতে প্রাথমিক ভাবে গড়ে তোলা হবে এই বাহিনী। এই জেলার সব ছাত্র-ছাত্রীদেরই এই বাহিনীর অন্তর্গত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গতাল মমতা বলেন, ‘জয় হিন্দ বাহিনীতে ছাত্র-ছাত্রীদের উন্নততর মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান উভয়ই আগামী প্রজন্ম মনে রাখতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে এই বাহিনী। পাশাপাশি এই জয় হিন্দ বাহিনীর কাজ হবে স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ গঠনের চেষ্টাকে বাস্তবায়িত করা।’