এই মুহূর্তে কলকাতা

মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৪ জুলাই:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন। কলকাতায় আজ ইন্ডিয়া টু়ডে গোষ্ঠীর এক আলোচনা চক্রে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের আসামে রাখার সময় বিজেপি অর্থের চেয়ে বেশি কিছু দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের এই সরকার টিকবে না।

বিজেপি সরকার পেয়েছে, কিন্তু মহারাষ্ট্রের মন পায়নি। বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে বিজেপি বনাম ভারতের জনতার। আগামী নির্বাচনে দেশের মানুষ বিজেপিকে বুলডোজ করবে।কেন্দ্র ও রাজ্যের সরকারের উন্নয়ন কর্মসূচির তুলনা করে তিনি বলেন, ৪৫ শতাংশ মানুষ দেশে বেকার হয়েছেন। সেখানে পশ্চিমবঙ্গে ৪০ শতাংশ নতুন করে চাকরি পেয়েছেন। এরাজ্যে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।