এই মুহূর্তে কলকাতা

মমতার ধর্ণায় বসার দিনেই পাল্টা অবস্থানে বঙ্গ বিজেপি।

কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা।

পাশাপাশি এদিকে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সমাবেশে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কর্মী, সমর্থকরা ইতিমধ্যেই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন