হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- বুথের দরজা বন্ধ করে ছাপ্পা মারা প্রতিবাদ করায় শ্রীরামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রেশন অফিসে ৫৭ নম্বর বুথে ব্যাপক ঝামেলা। সিপিআই প্রার্থীর স্বামী দেবব্রত বসু বেধরক মার। আহত দেবব্রত বসুকে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, ভোট চলাকালীন নজির বিহিন ভাবে বুথে তালা মেরে রাখা হল ভোটারদের। অনেক পরে পুলিশ আসায় ক্ষোভ বাসিন্দাদের।
বাইরে থেকে লোক এনে বুথের সামনে বেআইনি জমায়েত করে তৃনমূল। বুথ জ্যাম করে ছাপ্পা ভোট মারতে থাকে। প্রতিবাদ করায় ব্যাপক মারধোর করা হয় সিপিআই প্রার্থী মৌসুমী বসুর স্বামী কে। পাল্টা তৃনমূল প্রার্থী অঙ্কিতা গোস্বামীর দাবী, তাদের অরিজিনাল ভোটারদের ভোট দিতে বাধা দেয় সিপিআই প্রার্থী। মহিলা কর্মিদের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ।