এই মুহূর্তে জেলা

সাইক্লোন পরবর্তী পরিস্থিতির মোকাবিলা নিয়ে মকডিল কর্মসূচি শ্রীরামপুরে।

হুগলি, ২৩ মার্চ:- বেশ কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় বিভিন্ন অঞ্চলের মানুষেরা বিশেষ করে বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েন। প্রবল ঝড় বৃষ্টি তার সঙ্গে বজ্রপাত জলস্ফীতি গাছ উপড়ে পড়া বাড়ি ধসে যাওয়ার মতন বিপর্যযযের সম্মুখীন হতে হয়। সেই বিপর্যয় কিভাবে মোকাবিলা করতে হবে তার এক মহড়া হয়ে গেল বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতর ও সিভিল ডিফেন্স এর যৌথ উদ্যোগে এই শহরের পাঁচটি জায়গায় এই মহড়া পর্ব চলে।

টিন বাজার, ওয়ালস হাসপাতাল রবীন্দ্র ভবনের সামনে ইন্ডিয়া জুট মিল উইলিয়াম কেরি রোডের সামনে একেবারে হাতে কলমে মহড়ার মাধ্যমে জনসাধারণকে বোঝানো হয় বিপর্যয়ের মুখে কিভাবে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে হবে। বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সিভিল ডেফেন্সের প্রশিক্ষিত কর্মীরা এ বিষয়ে মানুষকে সচেতন করেন। এদিনের মহড়ায় স্বাস্থ্য, খাদ্য দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, রিষড়ার গ্রীন ভলান্টিয়ারের সদস্যরা।পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও।