এই মুহূর্তে জেলা

এবার গুরাপে মিলল অয়ন শীলের পেট্রোল পাম্পের হদিশ।

হুগলি, ২৩ মার্চ:- হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রোল পাম্প। শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কেনা এটি বলে জানা যাচ্ছে। বর্তমানে পাম্পে ৭জন কর্মচারী। মালিকের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কাজ হারানোর চিন্তা কর্মচারীদের। দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শুক্লা সার্ভিস স্টেশন কয়েক বছর ধরে বন্ধ ছিল। ২০২০ সালে এটি কেনা হয়। পাম্পের কর্মিরা জানান, অয়ন শীল এই জায়গা টা কেনার পর থেকে মাঝে মধ্যে পাম্পে আসতেন। তবে অভিষেক বা ইমন কোনোদিনও আসেননি পাম্পে। অয়ন শীল ই এই পাম্পের মালিক বলে ই কর্মচারীরা জানেন। তবে তিনি যে এত বড় দূর্নীতিতে যুক্ত তা বুঝতে পারেননি কর্মি রাজু বৈরাগ্য। অয়ন শীল মাঝে মধ্যে পাম্পে এলেও বেশি সময় কাটাতেন না।

পাম্পের কর্মিদের সঙ্গেই কখনো তাদের রান্না করা খাবার খেতেন অয়ন শীল। পাম্পের কর্মী রাজু বৈরাগ্য আরো জানান, জায়গাটি কেনার পর থেকেই পাম্পের রক্ষণাবেক্ষণের জন্য তিনি কাজ করলেও এখনো বেশ কিছু টাকা বকেয়া আছে অয়ন শীলে এর কাছে। সেই টাকা কি করে উদ্ধার হবে সেই নিয়ে চিন্তায় রাজু। অন্যদিকে আরো এক কর্মচারী বাপ্পা দাস বলেন, পাম্পটা অভিষেক শীল ও ইমন গাঙ্গুলীর নামে ২০২০সালে কেনা হয়। তারপর থেকেই আমরা এখানে কাজ করি। এটা অন্যদের ছিল, তাদের থেকে কেনা। ৭০০০-৮০০০ হাজার টাকা মাসিক বেতন ও অন্যান্য সুবিধা পাই। বর্তমানে ব্যাঙ্কিং এর মাধ্যমে ই কাজ হয় এই পাম্পের।