এই মুহূর্তে কলকাতা

চীন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে, জানালো সেনাবাহিনী।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- অরুণাচল প্রদেশের তাওয়াং এ চীন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে বলে সেনাবাহিনী জানিয়েছে। তাওয়াং এ চিনা সেনার অনুপ্রবেশের পর সেনাবাহিনীর তরফের প্রথম বিবৃতিতে সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানিয়েছেন, তাওয়াং এর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা ভারতীয় ক্ষেত্রে ঢুকে পড়লে ভারতীয় সেনা জওয়ানরা দৃঢ় ভাবে তাদের বাধা দেন। এর জেরে দুপক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও হিংসার সৃষ্টি হয়।

দুপক্ষেরই কয়েকজন জওয়ান তাতে সামান্য আহত হয়েছেন।তবে প্রটোকল মেনে স্থানীয়ভাবে কম্যান্ডার স্তরে দ্বিপাক্ষিক আলোচনাতেই বিষয়টি মিটে যায়। পরে বুমলায় দুপক্ষের প্রতিনিধি দলের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পর পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানিয়েছেন। মানুষকে কোন রকম গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে লেফট্যানেন্ট জেনারেল কলিতা বলেন, দেশের উত্তর সীমান্ত সহ দেশের সম্পূর্ন সীমান্ত এলাকায় স্থিতাবস্থা বজায় রয়েছে। সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে।