প্রদীপ বসু, ৬ মার্চ:- অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৫ বছর বাদে চাঁপদানি পলতা নবাবগঞ্জ ঘাট প্রথমে পৌরসভার বার্তা হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রারম্ভিক সূচনা হয়ে গেল। পৌরপ্রধান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাপদানির উন্নয়নের কথা তুলে ধরেন। উদ্বোধন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র।
ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ কাউন্সিলার, সি আই সি ও অন্যান্যরা। এরপর সকলে নতূন লঞ্চে চেপে এপার থেকে ওপারে ঘুরে আসেন। লঞ্চে যেতে যেতে বিধায়ক জানান কাল দোল এবং পরশু হোলি উৎসব। তাই ১০ তারিখ থেকে যাত্রী নিয়ে এই লঞ্চ চলাচল করবে।দুদিন ট্রায়াল হিসাবে চলবে।আজ এটা মানুষের কাছে বড় পাওনা।