এই মুহূর্তে জেলা

প্রায় কোটি টাকা তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার।


হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- প্রায় অর্ধ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার। তোলা হলো হাওড়া আদালতে। প্রায় ৫৪ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে বালি জুট মিলের ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের বালি থানা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বালি থানার পুলিশের একটি দল সোমবার গুজরাট থেকে গ্রেফতার করে তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ম্যানেজারের নাম দীপক কুমার জৈন (৪০)।

তিনি বালি জুট মিলের ম্যানেজার ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ম্যানেজার হিসেবে মিল থেকে ৫৪ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকা তছরুপ করেন। এই ব্যাপারে মিলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বালি থানা। সেই মতো গুজরাটের সুরাতে তাঁর বাড়িতে হানা দেয় বালি থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১/৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।