এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা এখন মাঝপথে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার ব্যপারে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে নবান্নে যাওয়ার পথে ভবানীপুর গার্লস হাইস্কুলের সামনে যান মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান তিনি। পরীক্ষার্থীরা তাঁকে প্রণাম করেন। এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ও কলকাতার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন।

এ বছর মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হচ্ছে ৪ঠা মার্চ। এদিকে এর মধ্যেই এক নতুন নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিসিটিভি-র ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক। পরীক্ষার সময় অবাঞ্ছিত কেউ স্কুলে ঢুকছে কিনা, তা খতিয়ে দেখতেই এই নির্দেশিকা বলে পর্ষদ সূত্রে জানা গেছে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পুলিশের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পরীক্ষা করে দেখবেন। তারপর তাদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।