এই মুহূর্তে জেলা

নাসার মঙ্গলযানে সামিল শ্রীরামপুরের বাঙালি শৌনক দাস

হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। গুগল গাইড হিসেবে যাঁর পরিচয় রয়েছে। সেই শৌনকের নাম যুক্ত রয়েছে মার্স মিশনের সঙ্গে। মঙ্গল গ্রহ নিয়ে গোটা বিশ্বের মানুষ বরাবরই কৌতূহলী। লাল গ্রহ নিয়ে মানুষের আগ্রহ ফের প্রকাশ হতে চলেছে। আজই বৃহস্পতিবার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে। রোভার পারসিভের গত বছর ৩০ শে জুলাই আমেরিকার কেপ ক্যানারিভাল স্পেস স্টেশন থেকে মঙ্গলে পাড়ি দেওয়ার দীর্ঘ সাড়ে ৬ মাস পরে আজ লাল মাটির গ্রহে অবতরণ করবে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারী ভারতীয় সময় মধ্যরাতের ঠিক পর থেকেই মঙ্গল গ্রহে পারসেভেরান্স(মঙ্গলযান)এর নামার প্রস্তুতি শুরু হয় এবং ৭ মিনিটের রোমহর্ষক সময়ের পরেই রাত্রি ২ তো ২৫ নাগাদ মঙ্গলের মাটি ছোঁয় যানটি।

শৌনকের নাম-সহ একটা মাইক্রো চিপ ইতিমধ্যেই নাসা’র রকেটে চেপে গত বছর মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সারা পৃথিবী থেকে বাছাই করার পর মোট ১,০৯,৩২,২৯৫ জনের নাম মাইক্রোচিপে পাঠানো হয়, সেখানেই রয়েছে শ্রীরামপুরের এই বাঙালির নাম। এই মিশনে মোট ৩টি ল্যান্ডিং সাইট চিহ্নিত করা হয়েছে। জেজেরো ক্রেটার, এনই সারটিস এবং কলম্বিয়া হিলস। রোভার মিশনে উন্নত অ্যানালাইজারের মাধ্যমে নানা তথ্য বিশ্লেষণ করা হবে। কী কী পাওয়া গেল তা জানা যাবে ২০২২ সালের মধ্যে। ফলে গোটা বিশ্বের উত্তেজনা এখন তুঙ্গে।